জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বগাদানা ইউনিয়ন আ.লীগের সভাপতি হোসাইন মোহাম্মদ আলমগীর কে স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও জুলাই আহত যোদ্ধারা। সোমবার সকালে কুঠির উত্তর বাজারে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল বশরের সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য শাহাব উদ্দিন, কৃষক দল নেতা নুর আলম ও জুলাই আহত যোদ্ধা আলভী প্রমূখ।
এসময় তারা বলেন, হোসাইন মোহাম্মদ আলমগীর মহিপালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যা মামলায় প্রায় এক বছর পূর্বে গ্রেফতার হন এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আটমাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি চারমাসের ছুটি কাটিয়ে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এতে বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। তাই এলাকাবাসী ও জুলাই আহত যোদ্ধাদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

