Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ২৭, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে জনতা ব্যাংক চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনতা ব্যাংক মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স ম আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, কৃষকদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আঃ কাদের, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স ম আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবরা র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আশাশুনি বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।