মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদীর সংযুক্ত তালতলা খালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এ সময় প্রায় চারশো (৪০০) মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক, আল হাফিজ শেখ ও শফিউল আজম নিশানসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে ছোট-বড় সবধরনের মাছ ধরা হয়, যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্যসম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ জাল ধ্বংসের মাধ্যমে অসংখ্য ছোট মাছ ও জলজ প্রাণ রক্ষা পেয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অবৈধ জাল ব্যবহারকারীদের দমন সম্ভব হবে এবং মাছের উৎপাদনও বাড়বে।

