Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পদ্মার চরে মাঠ দখল নিয়ে দুইপক্ষের মধ‍্যে গোলাগুলি নিহত ৩ আহত-২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলগুলি ও সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে চৌদ্দহাজার বিঘা মৌজার বিস্তীর্ণ খড়ের মাঠ দখল নিয়ে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও পাশ্ববর্তী বাঘা উপজেলার মন্ডল বাহিনীর মধ্যে পদ্মার চরে জেগে উঠা খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সময় দুই পক্ষের সন্ত্রাসীরা কয়েক ঘন্টা ধরে গোলাগুলি ও অস্ত্র নিয়ে একে অপরের ওপর ধারাল হামলা ও পাল্টা হামলা চালায়। গুলিতে মন্ডল বাহিনীর প্রধান মুনতাজ মন্ডলসহ চারজন গুলিবিদ্ধ হলে মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ঘটনাস্থলেই নিহত হোন। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুকুর মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৬) মারা যান।

আহতদের মধ্যে চাঁন মন্ডলের ছেলে মন্ডল বাহিনী প্রধান মুনতাজ মন্ডল (৩২) ও আরশাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহতদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিচ খানপুর গ্রামে।

অপরদিকে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার বিঘা চর এলাকায় পদ্মা নদী থেকে লিটন আলী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সে ভেড়ামারা উপজেলার রায়টা নতুনহাট এলাকার কামরুল ইসলামের ছেলে। পাবনার ঈশ্বরদী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দৌলতপুরের পদ্মার চরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। সোমবার দুপুরে কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলার সীমানা লাগোয়া পদ্মাচারের বিস্তীর্ণ খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পদ্মার চরে বন্দুকযদ্ধের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলটি দৌলতপুর ও বাঘা থানার সীমান্ত এলাকায় হওয়ায় তদন্তে বাঘা থানা পুলিশ কাজ করছে।
অপরদিকে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, দৌলতপুরে খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

উদ্ধার হওয়া নিহতদের মরদেহ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।