রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় খুন, ছিনতাই, চুরি ও মাদকসহ অপরাধ ক্রমেই বেড়ে চলেছে। খুলনা মহানগর বিএনপি মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে জানান, নগরবাসী এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এবং প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
বিবৃতিতে নেতারা বলেন, “রাতের শহরে আতঙ্ক, দিনের আলোয় অজানা শঙ্কা—এটাই এখন খুলনার বাস্তব চিত্র। খুন, হত্যাচেষ্টা, ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসের ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”
মহানগর বিএনপির নেতারা অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতার কারণে নাগরিকরা ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। কিন্তু খুন, ছিনতাই, গুম, চাঁদাবাজি ও মাদকচক্রের বিস্তার নগরীর সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তাই নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

