আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম নিবাসী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান (৭৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শিরগ্রাম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে শিরগ্রাম কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে তাঁর মরদেহে রাষ্ট্রীয় সালাম প্রদান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানূর রহমান এবং থানা পুলিশের পক্ষ থেকে এসআই সুজন কুমার বিশ্বাস। রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এক শ্রেষ্ঠ সন্তানকে শেষ সম্মান জানানো হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাকে শোকসন্তপ্ত করে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের জানাজায় অংশ নেন ফরিদপুর-১ আসনের জননেতা আরিফুর রহমান দোলন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনতা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান ছিলেন সত্য, ন্যায় ও স্বাধীনতার প্রতীক। তাঁর মতো মানুষদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।”
একজন স্থানীয় শিক্ষক আবেগভরে বলেন, “তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন সমাজের আলোকিত মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালাম।”
জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের অবদান, দেশপ্রেম ও ত্যাগের ইতিহাস।

