Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম অভিযোগ করেন, “আমার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি ভূয়া ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।”

 

তিনি বলেন, “যমুনা সার কারখানায় আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মমিন আউটসোর্সিং সার্ভিস লিমিটেড-এর কাছে এক কোটি টাকা চাঁদাদাবীর যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। অভিযোগকারীদের সঙ্গে আমার কখনো কোনো যোগাযোগ, সাক্ষাৎ বা কথাবার্তা হয়নি।”

 

ফরিদুল কবির তালুকদার আরও জানান, “আমি ইতোমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।”

 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দল ও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে যে অপপ্রচার চলছে, তার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন তালুকদার, বিএনপি নেতা সিপার মেহেদী, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।