শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলপড়ুয়া কিশোরীদের বয়সন্ধিকালীন রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের অধীনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই প্রশিক্ষণের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি শেখ কবির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সোহেল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

