Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত নির্বাহী অফিসার দেদারুল ইসলামের মতবিনিময়

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নব যোগদানকৃত নিবার্হী অফিসার দেদারুল ইসলাম গত ৩০ অক্টোবর শ্যামনগর উপজেলা পরিষদ মিলনাতনে বিকাল ৩টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে নব যোগদানকৃত নিবার্হী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির,সহ সাংবাদিক আলি ইমরান, এসকে সিরাজ, বেলাল হোসেন ও মিলন প্রমূখ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে শ্যামনগর উপজেলার বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনওকে অবহিত করেন। এসময় উপজেলা বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা এটি। সড়ক পথে সুন্দরবন ভ্রমন, এমন একটু উপজেলায় দায়িত্ব পালন করা আবার সৌভাগ্য, সুন্দরবন ঘেষা গাবুরা, কৈখালী মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের সাথে মিশে কাজ করা এটাও আমার সৌভাগ্য।

আসুন আমরা সম্মিলিতভাবে শ্যামনগর উপজেলাকে উন্নয়ন করি। আমরা সম্মিলিতভাবে কাজ করব। মানুষ ভুলের উর্ধ্বে নয়, কোন বিষয়ে ভুল বোঝাবুঝি হলে,আপনারা আমার সাথে আলাপ করবেন, আমি যেন ভুলটা শুধরেই নিতে পারি। শ্যামনগর কে সুন্দর করে গড়ে তুলতে হলে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।