কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সম্পা মজুমদার ওই এলাকার তাপস মজুমদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে সম্পা মজুমদার রান্নার জন্য বাড়ির পাশে রাখা জ্বালানি কাঠ আনতে যান। এ সময় কাঠের ভেতর লুকিয়ে থাকা বিষধর সাপ হঠাৎ তাকে ডান হাতে কামড়ে দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

