জয়পুরহাট প্রতিনিধি
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে মোটর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জয়পুরহাট শহর শাখার উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং শহর সভাপতি আমিমুল এহসান আমানএর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট আসলাম হোসাইন, শহর শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম, মিজানুর রহমান, ও বাস মালিক বেলাল মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন,“শ্রমজীবী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। অথচ তাদের ন্যায্য অধিকার আজও উপেক্ষিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিক সমাজ তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার ফিরে পাবে।”
বিশেষ অতিথি এডভোকেট মামুনুর রশিদ বলেন,“শ্রমিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এজন্য আমাদের সবাইকে ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
সমাবেশে বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও অধিকার আদায়ের আন্দোলনে আরও সংগঠিত ভূমিকা রাখার আহ্বান জানান।

