Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি 
নভেম্বর ১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ ৮ জন অস্ত্রধারী ও আসামি গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর ২০২৫) ভোররাতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রায়পুরা থানার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৬টি দেশি বন্দুক, ১টি ট্রিগার বন্দুক, ২টি এলজি, ৫টি পাইপগান, ৩৬ রাউন্ড ম্যাগাজিন ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রফিক মিয়া (৪৮), গিয়াস উদ্দিন মিয়া (৪০), শাহিন মিয়া (৪০), মো. জালাল মিয়া (৩৭), পুলিন মিয়া (৩৫), আজিজুল হোসেন (৩২), রাজিব মিয়া (৩০) ও মাজহারুল ইসলাম (২২)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সংঘটিত দু’টি হত্যাকাণ্ডসহ বেশ কিছু সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, এসব অপরাধে স্থানীয় কিছু অস্ত্রধারী গোষ্ঠী জড়িত।

র‌্যাব-১১ এর অভিযানে এসব অস্ত্রধারীদের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারত। তাই এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করাকে সংস্থাটি একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।