চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পারাপারের একমাত্র অবলম্বন ভেঙে যাওয়া শঙ্খকুল কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকার পরে মেরামতের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব হোসেন।
রবিবার (০২ নভেম্বর) দুপুরে ধোপাছড়ি বাজারে ভেঙে যাওয়া সেই কাঠের সেতুটি উপজেলা প্রকল্প বাস্তবায়নের আর্থিক সহায়তায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মেরামতের জন্য আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন,ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার,মেম্বার মুজিবুল হক খোকা, মোজাম্মেল হক মেম্বার,ওসমান চৌধুরী।
গত ২০২৩ সালের অক্টোবর মাসে ১৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা পরিষদ থেকে নির্মিত হয় ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের এই কাঠের সেতুটি। এতে মানুষ হেঁটে কিংবা মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করত।
সেতুটি গেল বছরে টানা বৃষ্টির পর হঠাৎ করে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে। ফলে শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

