Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা সাক্ষাৎ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের পরিচিতি, মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় ইউএনও’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিকরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন- অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএনও গোয়ালন্দ উপজেলায় তার কর্মকালীন সময়ে সংবাদকর্মী ছাড়াও সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হবে।”

সভায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক লালটু, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক, দৈনিক বাংলা ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মঈনুল হক মৃধা, যুগ্ম- সদস্য সচিব ও দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যুগ্ম-সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ, ফোরামের সদস্য, দৈনিক আজকের দর্পণ ও দ্যা ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ মজিবুর রহমান জুয়েল, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি সোহাগ মিয়া, চ্যানেল এস টিভি ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে নবাগত ইউএনওকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতে গোয়ালন্দবাসীর জন্য কোন সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।