স্টাফ রিপোর্টার, চিতলমারী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার খাসেরহাট বাজার সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ডালিম ফকির, উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. অসীম কুমার সোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু খান, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুসাইন বিশ্বাস, ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহী প্রমুখ।
এছাড়া সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    