Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দূর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার, গৌরনদীতে মহাসড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়ক ও আঞ্চলিক সড়ক পাশ দখল করে ইট-বালু-পাথর ও গাছের ব্যবসা জমজমাট হয়ে উঠছে। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী অংশে, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ, বাটাজোর-সরিকল সড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কে ইট-বালু-পাথর ও গাছ সড়কের পাশে রেখে রমরমা বানিজ্যে চালিয়ে আসছে প্রভাবশালী একটি মহল।

সরিকল এলাকার একাধিক বাসিন্দারা জানিয়েছেন, বাটাজোর-সরিকল ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট ছোট যানবাহনে যাত্রীরা চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে গাছের গুড়ি রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা। যত্রতত্র ভাবে সড়কের পাশে গাছ ও ইট ফেলে রাখায় দূর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চাঁদশী এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের বারেকের দোকান থেকে মোল্লাবাড়ি ষ্ট্যান্ড পর্যন্ত সড়কের পাশে ইট রেখে ব্যবসা চালিয়ে আসছে একটি মহল।

এরইমধ্যে ওই ইটের স্তুপের কারনে দূর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মোটরসাইলে চালক ও ইজিবাইকের যাত্রীরা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলোনা। শিগ্রই অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।