Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সেমিনারের তারিখে ভুল: নরসিংদীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ে নরসিংদীতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যানারে উল্লেখিত তারিখে ছিল সামান্য ভুল। ব্যানারে লেখা ছিল ০২ নভেম্বর ২০২৫ খ্রি., কিন্তু বাস্তবে সেমিনারটি অনুষ্ঠিত হয় ০৩ নভেম্বর ২০২৫ খ্রি., সোমবার সকাল ১১টা ১০ মিনিটে নরসিংদী সদর উপজেলা পরিষদ হলরুমে।

এ বিষয়ে নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর বলেন, “এটা ভুলে হয়েছে।”

সেমিনারটির আয়োজন করে নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম খান।

সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় প্রতিবন্ধীতা সনাক্তকরণের জরিপ কাজ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ১১,২৩৪ জন প্রতিবন্ধী ব্যক্তি সনাক্ত হয়েছেন এবং তাঁদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ০ থেকে ১৮ বছর বয়সী শিশু রয়েছে ২,৫৮৪ জন।

বর্তমানে নরসিংদী সদর উপজেলায় ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তির আওতায় রয়েছে।

এর মধ্যে,প্রাথমিক স্তরে (১ম–৫ম শ্রেণি): ১৫৬ জন শিক্ষার্থী মাসে ৯০০ টাকা,মাধ্যমিক স্তরে (৬ষ্ঠ–১০ম শ্রেণি): ৪৪ জন শিক্ষার্থী মাসে ৯৫০ টাকা,উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ–দ্বাদশ শ্রেণি): ৩ জন শিক্ষার্থী মাসে ১,০৫০ টাকা করে উপবৃত্তি পাচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় উৎসাহিত করছে এবং তাদের মূলধারায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আরও গতিশীল করছে। তাঁরা আরও বলেন, সরকারি এই উদ্যোগ সমাজে প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।