রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের সরব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন ২৩৫ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই ঘোষণায় খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ধানের শীষের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কেবল খুলনা-১ আসনের প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে, যা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
দলের ঘোষিত তালিকায় খুলনা অঞ্চলে এবারও অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের প্রতি আস্থা রেখেছে বিএনপি। খুলনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন দলের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খুলনা-৩ আসনে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা-৪ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। খুলনা-৫ আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী। আর খুলনা-৬ আসনে নমিনেশন পেয়েছেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনের প্রার্থীর বিষয়ে এখনো কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। যাচাই-বাছাই শেষে অচিরেই ওই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনার এই পাঁচটি আসনে যেসব অভিজ্ঞ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে দলের রাজনীতির মাঠে সক্রিয়। ফলে এ অঞ্চলে বিএনপির অবস্থান আরও সুসংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে বলে মনে করছেন তারা।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    