আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে  দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন, দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই ঘোষণায় সাতক্ষীরায় চারটি আসনে ধানের শীষের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
এরমধ্যে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের প্রার্থী হলেন- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা ২ (সদর – দেবহাটা) আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন ও সাতক্ষীরা ৪ (শ্যামনগর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে কেন্দ্রীয় বিএনপি দলীয়ভাবে প্রেস রিলিজ দিয়েছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    