সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে অনৈতিক কাজে বাধা দেওয়ায় মো. সুজন (২৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জমাদার বাজার সংলগ্ন রাসেলের কলোনীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুজন তার স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে ওই কলোনীতে ভাড়া থাকতেন। পাশের কক্ষে থাকতেন প্রধান আসামি মো. মামুন হোসেন ও তার স্ত্রী আসমা আক্তার। রোববার সকালে সুজন আসমা আক্তারের চা দোকানে থাকা সময়ের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও মোবাইলে ধারণ করেন। বিষয়টি তিনি আসমার পিতাকে জানান।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামুন হোসেন রাতেই পরিবারের সদস্যদের নিয়ে সুজনের ওপর হামলা চালান। তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছে মো. মামুন হোসেন, তার স্ত্রী আসমা আক্তার, শাশুড়ি লিপি আক্তার এবং জামসেদ আলম। নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং ২-৩ জন অজ্ঞাতনামা আসামি সহ মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

