Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম বাবুগঞ্জে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন

Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বরিশালের বাবুগঞ্জে ২৪ শে আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে অবস্থিত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ভিপি সাদিক কায়েম শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি বলেন, ফয়সাল আহমেদ শান্ত দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আদর্শ ও ত্যাগ তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর ২ নম্বর গেট এলাকায় কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ ফয়সাল আহমেদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে। মৃত্যুর পর সেখানেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।