খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আরিফ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আরিফ অবৈধভাবে পাহাড় কাটছিলেন। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(খ) লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারার উপধারার অধীনে টেবিলের ক্রমিক ৫ অনুযায়ী (প্রথম অপরাধের ক্ষেত্রে) তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, “অভিযোগ রয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পাহাড়ধসের আশঙ্কা বাড়ছে। ফলে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িত সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় থানার এসআই মো. আনসার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।

