গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সদ্যযোগদানকারী উপজেলা কৃষিসম্প্রসারন কর্মকর্তা জেরিন রহমান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বনিক, রিয়াজ হোসেন, মেহেদী হাসান, নুপুর মজুমদার সহ অন্যান্যরা। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

