গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও পথসভা করেন।
সোমবার সন্ধ্যার পরে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় মনোনয়ন প্রাপ্তিতে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন শরীফ, সাবেক সদস্য সচিব ফরিদ হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দলীয় চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে জহির উদ্দিন স্বপনের বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অপর দিকে দলীয় মনোনয়ন ঘোষনার পর সোমবার রাতে জহির উদ্দিন স্বপন সামাজিক যোগাযোগে ভিডিও বক্তব্যের মাধ্যমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতা-কর্মী সহ সর্বস্থরের জনসাধারনকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনে মাঠে কাজ করে ধানের শীষকে বিজয়ের আহবান জানান।

