বগুড়া প্রতিনিধি বগুড়া প্রতিনিধি
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় “ইসলামী ব্যাংকিং অ্যান্ড ইটস ডিজিটাল প্রোডাক্টস: অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বেনিফিটস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ছিল। অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং জীবনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করছে। ক্যাশ ব্যবহারের ঝুঁকি ও জটিলতা কমাতে শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনের দিকে আরও মনোযোগী হতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ও সিআরএম বুথের মাধ্যমে সহজ লেনদেনের সুযোগ তুলে ধরেন।
গেস্ট অব অনার প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন, সরকার ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল লেনদেন নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমিয়ে নিরাপদ ও আধুনিক ব্যাংকিংকে প্রাধান্য দিচ্ছে।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনের হেড শিকদার মো. শিহাবউদ্দীন এর সভাপতিত্বে সেমিনার শুরু হয়। ইসলামী ব্যাংকের এভিপি তৌহিদুল ইসলাম ডিজিটাল ব্যাংকিং ও এর সুবিধা বিষয়ে স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনারের সমাপ্তিতে টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় ও টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

