শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজন করে গোয়ালন্দের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব।’ সার্বিক সহযোগিতায় ছিল গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা, অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবক ফাহিম হাসান হিমেল, রাহাত , পিয়াল, আজম, মাহিন, তিব্র, অনিক সহ কলেজ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
এদিন সংগঠনের পক্ষ হতে শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বেশ কয়েক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

