তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ বাজারের পাশে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম (৫০) জানান, তাঁর মেয়ের জামাই মো. হাসান গাজীর বাড়িতে ফ্রিজের সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে যায়।
তালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সরদার আব্দুল হান্নান জানান, “আমরা বিকেল ৪টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে ৪টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু তার আগেই ঘরের সব কিছু পুড়ে গেছে। মানুষ সময়মতো আমাদের খবর দিলে ক্ষতি এতটা হতো না।” তিনি সবাইকে যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসে যোগাযোগের আহ্বান জানান।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

