নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত চালকের ছেলে বাদী হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে।
নিহতরা হলেন—অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত এবং মো. সুমন। নিহতদের সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা।
বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই সেটি সড়কের উল্টো পাশে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয় এবং প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গ্রেপ্তার ট্রাকচালক আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের বাসিন্দা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “দুর্ঘটনার ঘটনায় ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির ওই অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

