Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ সকালে রাইজিং স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ এম এ আযীয মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেলা হাসপাতালের শিশু ও নবযাতক কনসাল্টেন্ট ডা. মাহফুজ রায়হান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন, শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মাহিরুল ইসলাম ও পিঠালিতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো: মাসুদুর রহমান ।

অনুষ্ঠানে কুরআন শিক্ষা কোর্সের অধীন ৪০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের শবক প্রদান করেন শিবগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুর রশিদ । এসময় তাদের প্রত্যেকের হাতে উপহার হিসেবে পবিত্র কুরআন তুলে দেয়া হয় ।

“আধুনিক বিশ্বে শিক্ষায় রাইজিং ই শীর্ষে” স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হচ্ছে আধুনিক ও রাষ্ট্র প্রদত্ত সিলেবাসের পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষার সুযোগ রাখা । এসময় এই প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষার পাশাপাশি আরবি ও কুরআন শিক্ষা কোর্স চালু করার প্রশংসা করেন অভিভাবকরা ।

শিবগঞ্জে বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠান থাকলেও রাইজিং স্কুল এন্ড কলেজের এমন প্রয়োজনীয় ও প্রশংসীত উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন থেকে আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষার সুযোগ সম্বলিত একটি প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলাম, যা পূরণ হয়েছে রাইজিং স্কুল এন্ড কলেজের মাধ্যমে । অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, ফলাফল ও পরিবেশ সহ সার্বিক বিষয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তারা । শেষে বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।