মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী এখনও ঘোষণা হয়নি। এর মধ্যে ধানের শীষের পক্ষে মনোনয়ন প্রত্যাশি তিন প্রার্থীর প্রচারণা থেমে নেই। বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামও সমানতালে ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলেও যশোর-৫ আসনটি অন্তর্ভুক্ত হয়নি। ফলে মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ও সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নি প্রতিদিন উপজেলা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। বুধবার বিকেলে শহীদ ইকবাল হোসেন পৌরশহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। একই দিনে আসাদুজ্জামান মিন্টু মোটরসাইকেল বহর নিয়ে নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা ও হরিহরনগর ইউনিয়নে প্রচারণা চালান। ইফতেখার সেলিম অগ্নি ঢাকুরিয়া, হরিদাসকাটি ও ভোজগাতী ইউনিয়নে ভোট প্রার্থনা করেন।
জোটের অংশীদার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি রশীদ আহমদও ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শেষ মুহূর্তে কে ‘ধানের শীষ’ প্রতীক পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীক্ষ্ণ বিশ্লেষণ চলছে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষার পরিস্থিতি বিরাজ করছে।

