শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার “মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিমখানা”-এর মেধাবী ছাত্র মো. হযরত আলী ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে সাফল্য অর্জন করেছে।
বুধবার (৫ নভেম্বর) সাতক্ষীরা আলীপুর চেকপোস্ট সংলগ্ন রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্সে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা শাখায় এ সাফল্য অর্জন করে হযরত আলী।
সে মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিমখানার (চকবারা) ছাত্র এবং খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আইয়ুব আলী সরদার ও আকলিমা খাতুনের পুত্র। প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
তার শিক্ষক হাফেজ এমদাদুল হক বলেন, “হযরত আলী একজন মেধাবী, নম্রভদ্র ও বিনয়ী ছাত্র। তার এ সাফল্যে আমরা গর্বিত।”
হযরত আলীর এই অর্জনে শ্যামনগরবাসী অভিনন্দন জানিয়েছেন। আগামী ১৭ নভেম্বর ২০২৫ খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছে হযরত আলী।

