কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়াম কৃষকদের মাঝে এ সব বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন। ২০২৫ -২০২৬ অর্থবছরে রবি মৌসুমের বিভিন্ন প্রজাতির শাক ও সবজি চাষের জন্য ৬৭০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমপিও সার,৮ কেজি খেসারি ও মুসুরের ডাল, ১ কেজি সূর্যমুখী, ৮ কেজি সোয়াবিন বীজ, ১০ কেজি চিনাবাদাম বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা, ফাতিমা ইসলাম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা, মোসাঃ ফারহানা তাসরিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বি আরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও কৃষকরা।

