আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. আবু বকর ছিদ্দিকী এবং পরিচালনা করেন সিটিসি সদস্য ও ইউপি উদ্যোক্তা মাসুদ করিম। সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত পাঠ করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মো. মতিউর রহমান।
আলোচনাকালে মানব পাচারের ফলে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আগামী দুই মাসের করণীয় নির্ধারণ, মানব পাচারের ধরণ ও কৌশল চিহ্নিতকরণ, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ওয়ার্ড সভা, উঠান বৈঠক এবং ইউনিয়নের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রূপান্তর সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মণ্ডল।
উল্লেখ্য, “আশ্বাস প্রকল্প” সুইজারল্যান্ড অ্যাম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর সংস্থা সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

