ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপির পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশনির্ভর নয়; এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে। তিনি বলেন, “বিএনপি চায় বন্ধু, প্রভু নয়। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু কারও অধীন হতে চাই না।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “বিএনপি কখনোই বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে দেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে, বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”
ভারতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্র যদি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে। আমাদের কাছে জনগণের স্বার্থই সবার আগে।”
তিনি আরও বলেন, “এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়—এটি নগরকান্দা ও সালথা উপজেলার জনগণের আশা ও আস্থার প্রতিফলন।” তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপির স্থানীয় পর্যায়ের বহু নেতা-কর্মী।
এর আগে শামা ওবায়েদ ইসলাম রিংকু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার পিতা, বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

