Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জনগণের মুক্তির জন্য চাই আদর্শে পরিবর্তন — মুফতি সৈয়দ ফয়জুল করিম

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ৬, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

“শুধু ক্ষমতার পালাবদল নয়, প্রকৃত মুক্তির জন্য দরকার আদর্শের পরিবর্তন।” — মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ শহরের ডিসি পার্ক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ৫ দফা দাবিতে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, “দেশে যে অন্যায়, দুর্নীতি ও অবিচার চলছে, তা শুধু সরকারের পরিবর্তনে থামবে না। এই সমাজের মূল সমস্যা আদর্শগত। ইসলামী আদর্শে ফিরে আসলেই জনগণ প্রকৃত মুক্তি পাবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব কে. এম. আতিকুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে সরকারের কাছে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।