Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পলাশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
নভেম্বর ৬, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

আসন্ন ৯ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভা ও পলাশ উপজেলা ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনাকরেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন

সভায় সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা। তিনি বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। তাই কর্মসূচিকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।”

সভায় তিনি আরও নির্দেশনা দেন যে, কর্মসূচি চলাকালে কেউ যেন নির্বাচনী আইন বা বিধিনিষেধ লঙ্ঘন না করেন। বিশেষ করে নির্বাচনী সময় ঘনিয়ে আসায় ফুলের তোড়া বা এমন কোনো প্রতীকী উপকরণ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন, যা নির্বাচন কমিশনের বিধিমালার পরিপন্থী হতে পারে।

তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন এবং বিপ্লব ও সংহতি দিবসকে জনগণের আন্দোলনের চেতনা জাগ্রত করার একটি শান্তিপূর্ণ দিবস হিসেবে পালনের আহ্বান জানান।

সভা শেষে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি বাস্তবায়নে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।