খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে দুর্বৃত্তের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল হাওলাদার ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। রাতের খাবারের পর বাড়ির কাছাকাছি মাঠের পাশে অবস্থানকালে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রূপসা থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
স্থানীয়দের দাবি, নিহত সোহেল হাওলাদার এলাকায় সামাজিকভাবে সক্রিয় ছিলেন। ব্যক্তিগত বা সামাজিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো দিকেই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

