ফরিদপুর প্রতিনিধি
নির্বাচনকে কেন্দ্র করে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।”
বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ও কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নায়াব ইউসুফ বলেন, “গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অসংখ্য নির্যাতন ও হয়রানি সহ্য করেছে। এখন আর কোনো অপশক্তিকে বরদাস্ত করা হবে না। আমরা শান্তি ও গণতন্ত্রের জন্য লড়ছি, তাই সবাইকে একসাথে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক ফরিদপুর গড়ে তুলতে চাই যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে, ভয়ে নয়, আশায় বাঁচবে।”
গণসংযোগ কর্মসূচিতে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরিজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

