কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপি’র প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ কাঠালিয়ার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি।
ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে না পারলে এমপি হওয়ার কোনো মানে নেই। আমি আপনাদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই, রাজনীতি করি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই ঝালকাঠি-১ আসনে দল মনোনয়ন দেবে। আর যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে রাজাপুর-কাঁঠালিয়াকে একটি উন্নয়নশীল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতালসহ সবখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।”
মোঃ কামাল হোসেন ইসমাইলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, মালয়েশিয়া শাখা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ফারুক মোল্লা ও সদস্য সচিব লিটু মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলা সভাপতি এইচ. এম. বাদল।
সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় ভ‚মিকা জরুরি।

