Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভাঙছে নদী, তলিয়ে যাচ্ছে গ্রাম: বাকেরগঞ্জে হুমকিতে সহস্রাধিক পরিবার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কবাই ও লক্ষীপাশা এলাকায় পান্ডব নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাটবাজার এমনকি কবরস্থানও। হুমকির মুখে পড়েছে সহস্রাধিক পরিবার।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে কোনো টেকসই উদ্যোগ নেওয়া হয়নি। বেড়িবাঁধ কিংবা জিও ব্যাগ না থাকায় প্রতিবছরই নদী গিলে খাচ্ছে নতুন নতুন এলাকা। ইতোমধ্যে দুইটি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে, আরো শতাধিক পরিবার এখন গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে।

লক্ষীপাশা গ্রামের বাসিন্দা কবির হাওলাদার বলেন, “আমাদের লক্ষীপাশা মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, বাজারসহ শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। আতঙ্কে দিন কাটছে, যে কোনো সময় আরও ঘরবাড়ি নদীতে তলিয়ে যেতে পারে।”

কবাই বাজারের ব্যবসায়ী মাসুদ গাজী বলেন, “একসময় কবাই বাজার ছিল খুব বড়ো, সপ্তাহে দুই দিন হাট বসতো। নদীভাঙনের কারণে এখন বাজারে হাতে গোনা কয়েকটি দোকান টিকে আছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।”

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার জানান, “নদীভাঙনের বিষয়টি উপজেলা মাসিক মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকেও জানানো হয়েছে। তারা আশ্বাস দিলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পাওয়া যায়নি।”

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “পান্ডব নদীর ভাঙন সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।”

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।