রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার দুই সাংবাদিক। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও রড দিয়ে নির্বিচারে পেটাতে থাকে সাংবাদিকদের। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় খুলনার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এবং বিএফইউজে খুলনা ইউনিটের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর এ ন্যক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা।”
অন্যদিকে, খুলনা মহানগর পুলিশের কর্মকর্তা জুলফিকার আলী হায়দার উল্লেখ্য করেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
হামলার এই ঘটনায় সাংবাদিক সমাজসহ সচেতন মহল ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে বলছেন—‘সত্যের কণ্ঠকে স্তব্ধ করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

