Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে ইউএনও মো.মোশারফ হোসাইনকে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইনকে বিদায় সংবর্ধনা দিয়েছে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং সঞ্চালনা করেন শিক্ষক মারুফ খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী ও উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম।

এছাড়া বক্তব্য দেন সাবেক অভিভাবক সদস্য আজমল হোসেন, সাংবাদিক তাসলিম উদ্দিন, ও শিক্ষক শাহাগীর মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী ইউএনও মোঃ মোশারফ হোসাইনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।