Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ইসলাম বিক্রি করে ভোট করতে চায় — এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “জামায়াত ইসলাম বিক্রি করে ভোট করতে চায়, আর আমরা ইসলামী শক্তিতে বিশ্বাস করি।”

শনিবার (৮ নভেম্বর) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদ্রাসা রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, তারা এখন নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অধ্যাদেশ জারি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। কিন্তু এসব বিষয় সংবিধানে নেই। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে। জুলাই সনদ ও সংবিধান সংশোধন নির্বাচিত সরকারই করতে পারে।”

মিল্লাত বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, জনগণ তাদের জবাব দিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, নির্বাচন ফেব্রুয়ারির পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।”

তিনি আরও যোগ করেন, “জামায়াতে ইসলামী মসজিদ-মাদ্রাসায় গিয়ে প্রচার করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আখিরাত ক্লিয়ার হয়ে যাবে—এই ধরনের দ্বিচারিতা ও অনৈসলামিক কথাবার্তা জনগণ কখনোই গ্রহণ করবে না।”

তিনি বলেন, “আমরা নির্বাচনে জয়ী হয়ে সুন্দর ও সুষ্ঠু সংসদ গঠনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”

এর আগে, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদাসহ দলীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।