Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে গভীর রাতে বসতঘরে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার চুরি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে গভীর রাতে এক স্কুল শিক্ষিকার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে। ভুক্তভোগী গৃহকর্তী শামসুন্নাহার বেগম বাবুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিক্ষিকা শামসুন্নাহার বেগম তাঁর দুই কন্যা সন্তানসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় চোর চক্র পাকা ঘরের ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন নিয়ে যায়।

ভোরে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে শামসুন্নাহার বেগম দেখতে পান ঘরের স্টিলের আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় বিষয়টি বাবুগঞ্জ থানায় অবহিত করেন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে, যা প্রতিরোধে রাত্রীকালীন টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।