জামালপুর প্রতিনিধি
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে জামালপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “চতুর্দশ হুমায়ূন উৎসব ২০২৫”। শনিবার (৮ নভেম্বর) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ জামালপুরের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন ‘দল বেঁধে চলি’ এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও ‘দল বেঁধে চলি’ সংগঠনের চেয়ারম্যান হিমাশ আল মহান্নাভ। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, জাহেদা সফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জয়শ্রী ঘোষ, সরিয়াবাড়ি গভর্নমেন্ট পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান স্বাধীনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন বাঙালির আবেগ, সংস্কৃতি ও চিন্তার জগতে এক অবিস্মরণীয় জাদুকর। তাঁর সহজ-সরল ও সাবলীল লেখনীর মাধ্যমে তিনি লক্ষ লক্ষ পাঠককে বইমুখী করেছেন। তাঁর সৃষ্ট চরিত্র ও গল্প আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, আর জীবনকে গভীরভাবে ভাবতে শিখিয়েছে।
বক্তারা আরও বলেন, “এই উৎসব কেবল স্মরণ নয়, বরং হুমায়ূন আহমেদের মানবিক সাহিত্যচেতনার প্রতি শ্রদ্ধা ও তারুণ্যের অনুপ্রেরণা পুনরুদ্ধারের এক মেলবন্ধন।”
অনুষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চতুর্দশ হুমায়ূন উৎসবের পর্দা নামে।

