আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা রবিবার (৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সভাটি আয়োজিত হয় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে, লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে। ফোরামের সভাপতি আব্দুল হান্নান সভার সভাপতিত্ব করেন। সভায় প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম, সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মন্ডল, রতন অধিকারী, বনমালী দাশ ও মারুফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় লবণ পানির প্রভাব থেকে মিষ্টি পানির ফসল রক্ষা, ভূগর্ভের বালু উত্তোলন রোধে মানববন্ধন আয়োজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

