একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে ফেনিবিল আশরাফুল মাদারিশ মাদ্রাসার মাঠে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ডেন্টাল হেলথ এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ৮ নভেম্বর। ময়মনসিংহ মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর (ডেন্টিস্ট্রি) বিভাগীয় প্রধান (ডেন্টাল এনাটমী) জনাব ডা: শাকূর মাহমুদ, ডা: মোঃ জাহাঙ্গীর কবির এবং ডা: সবুর খাঁন দিনব্যাপী মেডিকেল প্রোগ্রামে প্রায় ৩০০জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
নারায়ণতলা,গুচ্ছগ্রাম, কোনাপাড়া,কান্দাপাড়া,ডলুরা, নতুন গুদিগাঁও থেকে বিভিন্ন বয়সী দন্ত রোগী ডাক্তারদের সেবা নিতে আসেন। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও মেডিপ্লাস টুটপেস্ট পেয়ে সন্তুস্ট প্রকাশ করেছেন রোগীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: শাকূর মাহমুদ সকলের উদ্দ্যেশে বলেন দাঁত মানুষের মূল্যবান সম্পদ। দাঁতের সঠিক যত্নের অভাবে মানুষ কঠিন রোগে ভোগছে এবং অর্থের অপচয় করছে। শিশুদের দাঁতে যত্নের অভ্যাস করতে হবে। বিশেষ করে কোল ডিং এবং চিপস শিশুদের দাঁতের ক্ষতির বড় কারণ। মহিলাদের পান-সুপারি পরিবাহর করতে হবে।
চেম্বারে রোগী দেখার অভিজ্ঞাতা থেকে তিনি আরো বলেন সুনামগঞ্জে প্রতিবারেই মুখে ক্যান্সার আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যারা পান-সুপারী খাওয়ায় অভ্যস্ত। সুস্থ্য ও সুন্দর জীবনের জন্য সলকে দাঁতে প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা মো: শফিকুর রহমান, মধু মিয়া, মোহাম্মদ ইসমাইল হোসেন, মো: শাহজাহান, শারফিন মিয়া, আবুল কালাম আযাদ প্রমুখ।
অনুষ্ঠানে স্পন্সর থাকায় মেডিপ্লাস টুথপেস্ট কোম্পানীর সংশ্লিস্টদেরসহ সম্মানিত ডাক্তারদের সম্মাননা স্মারক ও ধন্যবাদ জ্ঞাপন করেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো: শাহ আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

