ঝিনাইদহ,প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব, র্যালি ও যুবসমাবেশ। এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে প্রতিটি তরুণকে জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের আদর্শ, কর্মপ্রেরণা ও দেশপ্রেমই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

