Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মধুখালীতে ৯৬টি বিদ্যালয়ে কর্মবিরতি

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান ও আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের মধুখালী উপজেলায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) পূর্ণ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এদিন পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সকালে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অফিসকক্ষে অবস্থান করছেন। ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং পাঠদান বন্ধ থাকায় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। অনেক শিক্ষার্থী জানান, বার্ষিক পরীক্ষা সামনে থাকায় তারা অনিশ্চয়তায় ভুগছেন।

মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান জানান, “সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। সরকার যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়, তাহলে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।”

এদিকে, শিক্ষক আন্দোলনের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষায় স্থবিরতা নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা দ্রুত সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চান, যেন শিক্ষার্থীরা স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফিরতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।