নোয়াখালী প্রতিনিধি
উচ্চ শিক্ষা অর্জনের পর অনলাইনে প্রতারণায় জড়িয়ে পড়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শাহআলম (২৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গজারিয়া গ্রামের উত্তর পাড়া মিয়া বাড়ির এরশাদ মিয়ার ছেলে।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোড এলাকা থেকে শাহআলমকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, ২০২৩ সালে আসামি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পার্টটাইম কাজের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে ২০০ টাকা বিনিয়োগের বিনিময়ে লভ্যাংশসহ ৩৭০ টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করে। পরে ধীরে ধীরে লেনদেনের পরিমাণ বাড়িয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১৩ লাখ ৩৮ হাজার ৬৮৮ টাকা হাতিয়ে নেয়। এছাড়া আরও ৩ লাখ টাকা সিটি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার একটি অ্যাকাউন্টে জমা দিতে প্রলুব্ধ করে। টাকা ফেরত দিতে নানা অজুহাত দেখালে ভুক্তভোগীর সন্দেহ হয় এবং পরে তিনি সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।
পিবিআই আরও জানায়, আসামি চীনের চংচিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সিজিপিএ ২.৭৩ পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কোভিড-১৯ মহামারির সময় দেশে ফিরে এসে কিছুদিন বেকার থাকার পর অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন দেখে তাতে উদ্বুদ্ধ হয়ে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। পরে বিভিন্ন অ্যাপে পার্টটাইম চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতে শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহআলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

